বিনাখরচে পড়ার সুযোগ পেল ওবামার সাক্ষাৎ পাওয়া সেই ছেলেটি
আন্তর্জাতিক ডেস্ক : নিজের প্রতিভা প্রদর্শন করতে গিয়ে মিথ্যা অপবাদ নিয়ে গ্রেফতার হওয়া সেই বালকটির খ্যাতি আজ বিশ্বজোড়া ছড়িয়ে পড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বিজ্ঞানমনস্ক আহমেদকে তার সাথে সাক্ষাতের নিমন্ত্রণ পাঠিয়েছ। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শিক্ষার্থী আহমেদ অবশেষে সোমবার রাতে ওবামার সাথে সাক্ষাৎ করেন। আহমেদকে বুকে জড়িয়ে আদর করেন ওবামা। ওবামার আশীর্বাদ পাওয়ার মাত্র একদিনের মাথায় আহমেদের পরিবার ঘোষণা দিল, কাতারে যাচ্ছে সে।
উচ্চশিক্ষার জন্য নিজ দেশ ছেড়ে কাতারে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শিক্ষার্থী আহমেদ মোহামেদ। কিছুদিন আগে বাড়িতে একটি ঘড়ি বানিয়ে স্কুলে নিয়ে শিক্ষকদের বিস্মিত করতে চেয়েছিল। এরপরই ঘটে তার জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্কুলশিক্ষক সেটিকে বোমা ভেবে পুলিশে খবর দিলে তাকে আটক করা হয়।
পরে আহমেদের তৈরি ওই ঘড়ি যে বোমা নয় সেটি নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর ১৪ বছর বয়সী এই শিক্ষার্থী বিশ্বব্যাপী ঘড়ি বালক নামে পরিচিতি পান। এছাড়া ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওবামা প্রশাসন। অনেকেই অভিযোগ করে বলেন, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই আহমেদকে গ্রেফতার করা হয়েছিলো।
সোমবার আহমেদের পরিবার এক বিবৃতিতে জানায়, কাতার ফাউন্ডেশন আহমেদকে মাধ্যমিক ও স্নাতক পর্যায় পর্যন্ত পূর্ণ মেধাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। কাতার ফাউন্ডেশন তাদের ‘যুব উদ্ভাবক কর্মসূচি’-তে পড়াশোনার জন্য আহ্বান জানিয়েছে আহমেদকে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিনা খরচে পড়ার সুযোগ পাচ্ছে সে। কাতার ফাউন্ডেশনের প্রস্তাব গ্রহণ করেছে আহমেদ। যুক্তরাষ্ট্র ছেড়ে আহমেদ যাচ্ছে কাতারে, এ সময় পরিবারের সদ্যসরাও তার সঙ্গে কাতারে থাকবেন।
সেপ্টেম্বর মাসে গ্রেফতার হওয়ার পর আহমেদ বিশ্বজুড়ে আলোচনায় আসে। বিভিন্ন দেশ থেকে সফরের আমন্ত্রণ পায় সে। চলতি মাসের গোড়ার দিকে কাতারসহ মধ্যপ্রাচ্য সফর করে আহমেদ। এ সময় সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের সঙ্গে দেখা করে আহমেদ।
২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�