বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ০২:৩১:২৫

'ভারতে চারশোর বেশি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু শতাধিকের'

'ভারতে চারশোর বেশি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু শতাধিকের'

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরে ভারতে  প্রায় চারশোরও বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ মৃত্যু হয়েছে ১১৮ জনের৷ মঙ্গলবার কেন্দ্রের তরফে একথা জানানো হয়েছে৷

ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ন্যাশনাল বোমা ডেটা সেন্টারের তরফে একটি রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রী গঙ্গারাম অহির সংসদে লিখিত বিবৃতিতে জানিয়েছেন, গত বছরে দেশে মোট ৪০৬টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ এরমধ্যে ৩৩৭টি আইডি বা জঙ্গিদের হাতে গড়া বিস্ফোরক৷ বাকিগুলি মাইন অথবা গ্রেনেড৷

সব মিলিয়ে গতবছরে এই বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে ১১২ জনের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা চারশো ছাড়িয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তবে এই ঘটনা যে ২০১৫র তুলনায় কম না বেশি সেই খতিয়ান তাঁর লিখিত বিবৃতিতে জানাননি কেন্দ্রীয় মন্ত্রী৷-কলকাতা২৪
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে