আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন রণতরীর আগমন সংবাদে তেড়েফুঁড়ে উঠেছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন৷ ‘মাথাগরম’ এই এক নায়ক শাসকের হুমকি, আমেরিকা যেরকম যুদ্ধ করতে ইচ্ছুক তেমনই যুদ্ধ করবে উত্তর কোরিয়া৷ দরকার পড়লে পরমাণু হামলা করা হবে৷ ফলে কোরীয় উপদ্বীপ অঞ্চলের রাজনীতি আরও উত্তপ্ত৷
ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অস্ট্রেলিয়ার উপকূল মহড়া ছেড়ে উত্তর কোরিয়ার দিকে মুখ ঘুরিয়েছে মার্কিন নৌবহর৷ ফলে কোরিয় সাগরে প্রবল যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছে৷ আর সাগর পাড়ে কিমের দেশে সাজো সাজো রব৷ তিন সেনা বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বময় শাসক৷ দেশের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ(KCNA) জানাচ্ছে, মার্কিন নৌবহরের গতিমুখ ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন যুদ্ধ করতে চায়৷ ওরা যেমন চায় তেমনই যুদ্ধ করবে পিয়ং ইয়ং৷
এদিকে এক মার্কিন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ায় যেভাবে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ ঠিক সেইভাবেই উত্তর কোরিয়াকে বাগে আনতে প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন তিনি৷
সিরিয়ার গৃহযুদ্ধে সেদেশের সরকার বিদ্রোহীদের দখল করা এলাকায় রাসায়নিক বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ৷ এরপরেই সিরিয়ার মাটিতে পরপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন নৌসেনা৷ এর জেরে ক্ষুব্ধ রাশিয়া৷ ফলে সিরিয়াকে ঘিরে আমেরিকা-রাশিয়া সংঘাত বেশ উত্তপ্ত৷ সিরিয়াতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া৷-কলকাতা২৪
১২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস