রুশ-মার্কিন সমঝোতা
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়াতে মার্কিন ও রুশ যুদ্ধবিমানের অনিচ্ছাকৃত সংঘর্ষ এড়াতে এক সমঝোতা চুক্তি সাক্ষর করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সিরিয়াতে ইসলামিক স্টেটের অবস্থানের উপর হামলা চালানোর সময় দু পক্ষের বিমান এক অপরের খুব কাছে চলে আসার পর বুধবার এই সমঝোতা হলো। যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটিতে বিমান বাহিনীর সদস্যদের জন্য স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের একজন মুখপাত্র। খবর বিবিসি।
খবরে বলাহয়, পেন্টাগনের মুখপাত্র পিটার ব্রুক বলেছেন, সমঝোতায় ঠিক কি লেখা রয়েছে, মস্কোর অনুরোধে, তা অপ্রকাশিত থাকবে। তবে, এই চুক্তি অনুযায়ী দুই দেশে যুদ্ধরত সেনারা পরস্পরের সঙ্গে সবসময় যোগাযোগ করবে এবং তাদের মধ্যে ‘গ্রাউন্ডে’ বা যুদ্ধক্ষেত্রে একটি হটলাইন থাকবে বলেও জানানো হয়েছে।
নতুন এই সমঝোতায় বিমান হামলা, তার লক্ষ্যবস্তু ও গোয়েন্দা তৎপরতা নিয়ে কিছু বলা হয় নি। শুধু নিরাপদ দূরত্ব রাখার বিষয়টিতেই জোর দিয়েছে। তাই তা কতটা কার্যকর হবে সেটি নিশ্চিত নয়।
গত সপ্তাহে রুশ ও মার্কিন বিমান দুর্ঘটনাবশত একই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং পরস্পরের খুব কাছে চলে আসে।সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে রাশিয়া। একে অপরকে ভুল করে আক্রমণ করে বসা এড়াতে সেপ্টেম্বর থেকেই মার্কিন ও রুশ কর্তৃপক্ষ একটি সমঝোতায় পৌঁছানোরও চেষ্টা করছিল। আইএস নয় এমন লক্ষ্যবস্তুর উপরেও রাশিয়া বিমান হামলা করছে বলে পশ্চিমাদেশগুলো দাবি করে আসছে। তবে এই দাবি সবসময়ই নাকচ করেছে রাশিয়া।
২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�