বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৪:২০:১৭

যুদ্ধের প্রস্তুতি চিনের! লক্ষাধিক সেনা মোতায়েন

যুদ্ধের প্রস্তুতি চিনের! লক্ষাধিক সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার বন্ধু হিসেবে বিশ্ব মঞ্চে পরিচিত চীন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্পের রোষের মুখে পড়ে উত্তর কোরিয়ার পরিস্থিতি এখন নাজুক। এবার উত্তর কোরিয়ার সাহায্য করতে এগিয়ে এল চীন।  

দেশটির সীমান্তে দেড় লক্ষ সেনাবাহিনী মোতায়েন করেছে চীন। উত্তর কোরিয়ায় কেউ আগ্রাসন চালালে চীনের এই সেনাসদস্যরা ঝাঁপিয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর কলকাতার টুয়েন্টিফোরের।  

কোরীয় উপদ্বীপে মার্কিণ রণতরী অবস্থান করছে। উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোরও ইঙ্গিত দিয়েছে আমেরিকা। তার জবাব হিসেবে উত্তর কোরিয়ার পূর্ব সীমান্তে সেনাসদস্য মোতায়েন করেছে চীন।  

তবে কোনো অঘটন যাতে না ঘটে সে জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনেও আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং।  
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে