বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৪:৩৪:৩৫

লণ্ডভণ্ড করে দিতে পারে সব! ভয়ে বাড়িঘর ছাড়ছেন লোকজন

লণ্ডভণ্ড করে দিতে পারে সব! ভয়ে বাড়িঘর ছাড়ছেন লোকজন

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল গতি নিয়ে ঘূর্ণিঝড়ের কুক ধেয়ে আসছে নিউজিল্যান্ডের দিকে৷ বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে গত কয়েক দশকের মধ্যে এই ঝড় নিউজিল্যান্ডের উপর সবথেকে বড়সড় আঘাত করতে পারে৷ ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ড উপকূলের বাসিন্দারা এলাকা ছাড়েছেন৷

১৯৬৮ সালের পর থেকে সেখানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে কুক। জারি হয়েছে চরম সতর্কতা৷ বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঘণ্টায় ১৫০ কিলোমিটার শক্তি নিয়ে ঘূর্ণিঝড় সামুদ্রিক ঘূর্ণিঝড় কুক আছড়ে পড়বে৷

গত ৪৮ ঘণ্টা আগে কুকের দাপট দেখেছে নিউ ক্যালিডোনিয়া দ্বীপরাষ্ট্র৷ এবার তার লক্ষ্য নিউজিল্যান্ড৷ ঘূর্ণিঝড়ের সময় উঁচু ঢেউ ও জলোচ্ছ্বাস হতে পারে৷ , সেই সঙ্গে ভূমিধ্বসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে৷ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত সরকার৷ নিউজিল্যান্ডের অন্যতম শহর অকল্যান্ডের বাসিন্দারা জরুরী পরিস্থিতিতে রসদ মজুত করছেন৷-কলকাতা২৪
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে