বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৬:৩৫:১৯

মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন যোগী আদিত্যনাথ

মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল হিন্দুত্ববাদী হিসাবে তার গায়ে তকমা রয়েছে। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলে উত্তরপ্রদেশকে নাকি বিপদের মুখে ঠেলে দেওয়া হবে, এমনটাই দাবি করেছিল বিরোধিরা।  কিন্তু সেই দাবি যে মোটেই সঠিক নয়, তা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বহুবার প্রমাণ করেছে।  

এমনকি, কোনও তকমা নয়, যোগী সরকার সব সম্প্রদায়ের মানুষের জন্যে কাজ করবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  আর তাই আবারও প্রমাণ করলেন তিনি।

হজরত আলি (রাঃ)-র জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইসলামিক ক্যালেন্ডারে সপ্তম মাস রাজবে হজরত আলি (রাঃ)-র জন্ম হয়।  নিজের ট্যুইটারের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন আদিত্যনাথ।  তিনি লিখেছেন, ‘হজরত আলি (রাঃ)-র জন্মদিনে প্রদেশবাসীকে অভিনন্দন’।
১৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে