বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৮:৩১:০৬

চীন-পাকিস্তানের হুঁশ উড়িয়ে ভারতের হাতে অত্যাধুনিক সমরাস্ত্র

চীন-পাকিস্তানের হুঁশ উড়িয়ে ভারতের হাতে অত্যাধুনিক সমরাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করে ভারতকে সমরাস্ত্র তৈরি করার অত্যাধুনিক প্রযুক্তি দেবে ব্রিটেন৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াই চালাবে ভারত ও ব্রিটেন৷ সন্ত্রাসবাদের বিষবৃক্ষ কেটে ফেলতে প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে ভারতকে সাহায্য করতে চায় সে দেশ৷

ভারত সফরে এসে বুধবার এমনটাই জানিয়েছেন ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেট ফর ডিফেন্স, মাইকেল ফেলন৷ ইতিমধ্যে, সন্ত্রাসবাদীদের মদত দেওয়া নিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

আজ ভারত ও ব্রিটেনের মধ্যে অনুষ্টিত হতে চলেছে প্রথম ‘ইন্ডিয়া-ইউকে স্ট্রাটেজিক ডায়ালগ’৷ প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা ও বিশ্বসন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই চালানোর বিষয়ে ব্রিটিশ প্রতিনিধি মাইকেল ফেলনের সঙ্গে আলোচনায় বসবেন অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি৷ ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লন্ডন সফরের সময় দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়িয়ে তোলার কথা হয়৷

‘ব্রেক্ষিট’-র পর ভারত-সহ একাধিক দেশের সঙ্গে সম্পর্ক জোরালো করতে চাইছে ব্রিটেন৷ সম্প্রতি, লন্ডন, সেন্ট পিটার্সবুর্গ, ইজিপ্ট-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া সন্ত্রাসবাদী হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন ফেলন৷ তাই সাইবার সন্ত্রাস ও জেহাদীদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে সহযোগিতার কথা বলেন তিনি৷ তিনি আরও বলেন, ব্রিটেন ও ভারতের যৌথপ্রয়াস প্রতিরক্ষা ক্ষেত্রে বিপ্লব নিয়ে আসবে৷ আগামী ১২ মাসের মধ্যে এনিয়ে সমস্ত প্রস্তুতি সেরে নিতে চান তিনি বলে জানিয়েছেন ফেলন৷

ফেলনের ভারত সফর ও সামরিক প্রযুক্তি হস্তান্তরের বিষয় নিয়ে প্রবল উদ্বেগে রয়েছে চীন ও পাকিস্তান৷ সম্প্রতি বৌদ্ধ ধর্মগুরু দলাইলামার অরুণাচল সফর নিয়ে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে৷ ভারতকে এর ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারিও দেয় চিন৷ এমন পরিস্থিতিতে ফেলনের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা৷

প্রসঙ্গত, ইজরায়েলের থেকে ২ বিলিয়ন মার্কিন ডলারের মিসাইল কিনতে চুক্তিবদ্ধ হয়েছে ভারত। ‘ইজরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিস’ (আইএআই) জানিয়েছে, ভারতকে ‘মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার’ (এমআরএসএম) মিসাইল সিস্টেমের অত্যাধুনিক সংস্করণ সরবরাহ করতে চুক্তিবদ্ধ হয়েছে তারা।
১৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে