বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৮:৫৬:২৩

১৯৮৪ সালের আজকের এই দিনে সিয়াচেন দখল করে নিয়েছিল ভারত

১৯৮৪ সালের আজকের এই দিনে সিয়াচেন দখল করে নিয়েছিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ‘জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন’৷ সিয়াচেন হিমবাহে অতন্দ্র প্রহরায় দাঁড়িয়ে থাকা ভারতীয় সেনাদের দেখলে বারবার কবির এই পংক্তি মনে পড়ে যায়৷  মানব বসতি থেকে বিচ্ছিন্ন, শূন্যের নিচে তাপমাত্রা৷ প্রতি পদে ভয়ানক তুষারঝড় ও তুষারধসের মুখে প্রাণ হারানোর সম্ভাবনা৷ এই হচ্ছে ‘ভয়ানক সুন্দর’ সিয়াচেন হিমবাহ৷

বেশ কয়েকবার সিয়াচেন দখলের চেষ্টা করেছে পাকিস্তান৷ যদিও প্রতিবার হারের মুখ দেখতে হয়েছে তাদের৷ ৩৩ বছর আগে ১৯৮৪ সালে আজকের দিনেই জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের সিয়াচেন হিমবাহ দখল করতে ‘অপারেশন মেঘদূত’ শুরু করেছিল ভারতীয় সেনা৷

আজকের দিনেই ক্যাপ্টেন সঞ্জয় কুলকার্নির নেতৃত্বে কুমায়ুন রেজিমেন্টের সেনারা সিয়াচেনে ভারতের পতাকা তোলে৷ এর ফলে সমস্ত হিমবাহের দখল পায় ভারত৷ শুধু তাই নয়, সালট্রো সেতুবন্ধের তিনটি মুখ্য গিরিখাদ-সিয়া লা, বিলাফন্ড লা ও  গ্যং লা দখল করে ভারতীয় সেনা৷ সেই থেকে তিন দশক পার হয়ে গেলেও সিয়াচেন দখলে রাখতে চলছে ‘অপারেশন মেঘদূত’৷

১৯৯৯ সালে সিয়াচেন থেকে ভারতীয় সেনার নজর ঘোরাতে কারগিলে যুদ্ধ শুরু করে পাক সেনা৷ তবে তাদের সেই পরিকল্পনা সফল হয়নি৷ ৭৪ কিলোমিটার দীর্ঘ সিয়াচেন হিমবাহ ভারতের পশ্চিমে কারাকোরাম রেঞ্জে অবস্থিত৷ প্রায় ১০,০০০ বর্গকিলোমিটার বরফে মোড়া ওই হিমবাহকে পাকিস্তানের হাত থেকে বাঁচাতে এ পর্যন্ত প্রাণ দিয়েছেন অনেকের ভারত-পাকিস্তানে বহু সেনার৷
১৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে