বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ১০:০৪:২৯

ফের পরমাণু বোমা ফাটাতে যাচ্ছে উঃ কোরিয়া, জল্পনা তুঙ্গে

ফের পরমাণু বোমা ফাটাতে যাচ্ছে উঃ কোরিয়া, জল্পনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক: থোড়াই কেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, সম্ভবত এটা বোঝাতেই আরও বেশি করে পরমাণু অস্ত্রপরীক্ষা করে চলেছে উত্তর কোরিয়া। চালাচ্ছে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষাও।

সাম্প্রতিক উপগ্রহ চিত্রে উত্তর কোরিয়ার সেই প্রস্তুতি ধরা পড়েছে বলে দাবি। পিয়ংইয়ংকে নিরস্ত করতে কিছু দিন আগেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

একটি ওয়েবসাইটে ওই দাবি জানিয়ে বলা হয়েছে, ‘‘গত ১২ এপ্রিল থেকে উত্তর কোরিয়া লাগাতার পরমাণু অস্ত্রপরীক্ষা করে চলেছে তাদের পাঙ্গাই-রি সাইটে। ওই অস্ত্রপরীক্ষার জন্য যাবতীয় জরুরি সরঞ্জামও তারা সেখানে জমা করতে শুরু করেছে।’’-আনন্দবাজার
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে