বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ১০:১৭:০৭

রাসায়নিক অস্ত্রাগারে মার্কিন বাহিনীর হামলা, নিহত শতাধিক

 রাসায়নিক অস্ত্রাগারে মার্কিন বাহিনীর হামলা, নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) রাসায়নিক অস্ত্রাগারে মাকিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বোমা বর্ষণ করেছে। এতে বেসামরিক ব্যক্তিসহ শতাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ (বৃহস্পতিবার) সিরিয়ার সামরিক বাহিনীর জেনারেল কমান্ড জানিয়েছে, সিরিয়ার দেইর আয-জোর শহরের কাছে হাতলা গ্রামের পূর্ব অংশে গতকাল (বুধবার) বিকেল ৫.৩০ মিনিটে জোট বাহিনী বোমা বর্ষণ করলে এসব হতাহতের ঘটনা ঘটে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বোমা বর্ষণের পর সেখান থেকে ছড়িয়ে পড়া ধোয়া হলুদ আকার ধারণ করার আগে ওই এলাকাটি ঘন সাদা ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এছাড়া, হামলার পরপর গতকাল (বুধবার) রাত পর্যন্ত সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সিরিয়ার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকা থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাস গ্রহণের ফলে বহু স্থানীয় গ্রামবাসীর পাশাপাশি শত শত মানুষ নিহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, 'জোটের এ হামলা প্রমাণ করছে যে, সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের মদদপুষ্ট দেশগুলোর ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। অথচ সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক দেশগুলোই আবার রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য উল্টো সিরিয়া সরকারকে দায়ি করছে। এতে প্রমাণ হয় যে দামেস্কের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা সন্ত্রাসীদের কাছে রাসায়নিক অস্ত্র রয়েছে।'
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে