বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ১১:৩৭:৪৩

গরিব মুসলিম মেয়েদের গণবিবাহের আয়োজন করবেন যোগী আদিত্যনাথ

গরিব মুসলিম মেয়েদের গণবিবাহের আয়োজন করবেন যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে গরিব মুসলিম পরিবারের মেয়েদের গণবিবাহের আয়োজন করবে যোগী আদিত্যনাথ সরকার। রাজ্যটির সংখ্যালঘু বিষয় সংক্রান্ত মন্ত্রী মহসিন রাজা এখবর নিশ্চিত করেছে।

মহসিন রাজা বলেন, সংখ্যালঘু গোষ্ঠীর গরিব মেয়েদের গণবিবাহের আয়োজনে সবুজ সঙ্কেত দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা রাজ্য সরকারের ১০০ দিনের কর্মসূচির মধ্যে বিষয়টি অন্তর্ভুক্ত করেছি। তবে শুধু মুসলিম গোষ্ঠী নয়, খ্রিস্টান ও শিখ সম্প্রদায়ের দুঃস্থ মেয়েদেরও গণবিবাহ দেবে সরকার। এই ভাবনা একান্তই মুখ্যমন্ত্রীর নিজের বলে জানান রাজা।

প্রসঙ্গত, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশে মুসলিমরা প্রায় ১৯.২৬ শতাংশ। প্রস্তাবিত স্কিমের সিংহভাগই মুসলিম মেয়েদের জন্য বরাদ্দ হবে। রাজা জানান, প্রতিটি সংখ্যালঘু পরিবারের মেয়েকে ২০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে, পাশাপাশি বিয়ের বাকি সব খরচ সরকারই বহন করবে।

১৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে