আন্তর্জাতিক ডেস্ক : আড়িপাতা ও গোয়েন্দা তৎপরতা এড়াতে নিউ ইয়র্কের চীনা মালিকানাধীন একটি হোটেলে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার সফর সঙ্গীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দেয়ার জন্য চীনা মালিকানাধীন ওয়ালড্রোফ অ্যাস্টোরিয়া নামের এ হোটেলে তাদের অবস্থানের কথা ছিল।
হোয়াইট হাউজের প্রেস সচিব জোশ আর্নেস্ট বলেন, প্রেসিডেন্ট ওবামাসহ মার্কিন প্রতিনিধিরা লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে থাকবেন সে খবরটি আমি নিশ্চিত করতে পারি।
ওয়ালড্রোফ-অ্যাস্টোরিয়া হোটেলের মূল মালিক ছিল হিলটন ওয়ার্ল্ড হোল্ডিংস এবং গত বছর এটি চীনা সংস্থার কাছে বিক্রি করে দেয়া হয়।
অনেক বিষয় খতিয়ে দেখে মার্কিন প্রেসিডেন্টের হোটেল বদলের সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে আর্নেস্ট বলেন, এর সবের অন্যতম হল নিরাপত্তা।
আমেরিকার বিরুদ্ধে চীনা সরকার এবং দেশটির সামরিক বাহিনী সাইবার হামলা চালাচ্ছে বলে অনেক বছর ধরেই অভিযোগ করছে ওয়াশিংটন। শুক্রবারও একই অভিযোগ করেছেন ওবামা।
তিনি বলেন, চীনা কর্তৃপক্ষকে পরিষ্কার ভাষায় জানানো হয়েছে যে দেশটি থেকে কিছু তৎপরতা চালানো হচ্ছে তা আমেরিকার কাছে গ্রহণযোগ্য নয়।
এ ছাড়া সাইবার হামলার সঙ্গে জড়িত থাকার কথিত অভিযোগে চীনা কিছু সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ওবামা প্রশাসন ভাবছে বলে খবরও প্রকাশিত হয়েছে। সূত্র: রেডিও তেহরান
১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস