বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ১১:৩৫:৫৭

মালালায় 'না' নেই শিবসেনার

মালালায় 'না' নেই শিবসেনার

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কের চাপে প্রলেপ লাগানোর চেষ্টা? পাকিস্তানের কোনও শিল্পী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, ক্রিকেটারকে ভারতে বরদাস্ত করা হবে না বলে হুমকি দিয়েছে শিবসেনা। সুধীর কুলকার্নির মুখে কালি ছোড়া বা পাক ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআই বৈঠক বাতিলের মতো ঘটনা সাম্প্রতিক সময়ে হয়েগেল। কিন্তু সেই শিবসেনাই ভারতে সাদর আমন্ত্রণ জানাল মালালা ইউসুফজাইকে। বুধবার শিবসেনার তরফে জানানো হয়, নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই পাকিস্তানি হলেও তাকে ভারতে স্বাগতম। সেদিন মুম্বাইয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, 'শিবসেনা ও সামনা (দলীয় মুখপাত্র) পাকিস্তানে সন্ত্রাসবাসীদের বিরুদ্ধে মালালার লড়াইকে সম্মান জানাচ্ছে। যদি মালালা ভারতে আসেন, শিবসেনা তাকে সাদরে গ্রহণ করবে। 'শুধু মালালাই কেন, পাকিস্তানের অন্যান্য ক্ষেত্রের বিশিষ্টরা কি দোষ করলেন? এই প্রশ্নের জবাবে জঙ্গি নেতা হাফিজ সইদ ও প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী খুরশিদ মহম্মদ কসুরির প্রসঙ্গ টেনে সঞ্জয় রাউত বলেন, 'হাফিজ সইদ ও কসুরির মতো লোকেরাই ভারতে সন্ত্রাস ছড়াচ্ছে। ভারতের বিরুদ্ধে হিংসাকে প্রশ্রয় দিচ্ছে। সেখানে মালালার মতো একজন বাচ্চা মেয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।' প্রসঙ্গত, খুব শিগগিরই ভারতে আসতে পারেন মালালা ইউসুফজাই। সম্প্রতি মালালা জানিয়েছে, দিল্লি ও মুম্বাইয়ের মেয়েদের উত্‍‌সাহ দিতে তার ভারত সফরের ইচ্ছে রয়েছে। ২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে