শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ১২:৩৩:০৫

যুক্তরাষ্ট্র সিরিয়ায় আর হামলা করবে না: ল্যাভরভ

যুক্তরাষ্ট্র সিরিয়ায় আর হামলা করবে না: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় এসেছে যে ভবিষ্যতে সিরিয়ায় হামলা করবে না ট্রাম্প প্রশাসন। গত বৃহস্পতিবার সিরিয়ার কূটনৈতিক ওয়ালিদ মুয়ালেমকে তথ্যটি জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার।

তিনি জানান, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মস্কো সফরের পর এই হামলা সমাপ্ত হয়।

কিন্তু ওয়াশিংটন থেকে জানানো হয় টিলারসনের সফরে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধের কোনও সম্ভাবনা নেই। মার্কিন মুখপাত্র মার্ক টোনার জানান, টিলারসন বলেছেন পরবর্তীতে তাদের ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা নেই। কিন্তু তার মানে এই না যে ভবিষ্যতে এমন হবে না।-রয়টার্স
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে