শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ০৫:০১:০৩

স্বামীর মৃত্যু নিয়ে মুখ খুললেন সেই সাহসী সংবাদ পাঠিকা!

স্বামীর মৃত্যু নিয়ে মুখ খুললেন সেই সাহসী সংবাদ পাঠিকা!

আন্তর্জাতিক ডেস্ক : দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে। আর সেই খবরই ব্রেকিং নিউজ হিসেবে পড়তে হয়েছে তাঁকে। এরপরই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান ভারতের ছত্তিশগড়ের নিউজ চ্যানেল অ্যাঙ্কর সুপ্রীত কৌর।

গাড়ি দুর্ঘটনায় স্বামী হর্ষদ গৌড়ের মৃত্যুর পর এই প্রথমবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন সুপ্রীত। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার স্বামী আমার জীবন ছিল। ও আমাকে যখনই জিজ্ঞাস করত, কী করছি। আমি বলতাম, টিভি খুলে দেখে নাও। আমি সবার সঙ্গে মিশতে পারি না। কিন্তু, ও আমাকে জীবনকে এনজয় করতে শিখিয়েছিল।’

৯ বছর ধরে ছত্তিশগড়ের নিউজ চ্যানেলে কাজ করছেন সুপ্রীত। সেদিনের ঘটনায় তার সাহসী মনোভাব, প্রশংসিত হয়েছে সবার কাছেই। ট্যুইট করে প্রশংসা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী রমন সিং।

এর জন্য প্রত্যেকের কাছে ধন্যবাদ জানিয়েছেন সুপ্রীত। তার পাশে থাকার জন্য, তিনি কৃতজ্ঞ বলেও জানিয়েছেন।

১৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে