আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার শরৎ সদনে দলীয় অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার রাজধানী এক্সপ্রেসে হাওড়ায় এলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ৷ পরে সাঁকরাইলে সমাবেশ করার কথা রয়েছে তার ৷
আসাম, মণিপুরে ক্ষমতা দখলের পর পাখির চোখ এখন পশ্চিমবঙ্গ। ২০১৬ সালে চেষ্টা করেও হয়নি। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ ঘিরে নতুন করে ঝাঁপাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামী লোকসভায় ক্ষমতায় ফিরতে এরাজ্যে যতবেশি সম্ভব আসন চান বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদি - অমিত শাহদের তাই বার্তা, বঙ্গে পদ্মফুল ফোটাতেই হবে।
এদিন মন্ত্রী উমা ভারতী জানান, ‘পশ্চিমবঙ্গে কর্মীদের উত্সাহ বাড়াতেই এসেছি৷ রাজ্য সরকার যে প্রকল্প পাঠাচ্ছে৷ তাতে অনেক ভুল থাকছে৷ তাই টাকা দেওয়া যাচ্ছে না৷ মমতার সরকাররে উন্নয়নের সরকার নয়৷ হিংসার রাজনীতিতে বিশ্বাসী মমতার সরকার৷ মমতাকে মমতা বানিয়েছিল বিজেপিই৷ মমতার বিনাশও করবে বিজেপিই ৷’
গত কয়েকদিন ধরেই তিস্তা চুক্তি নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে ৷ এদিন হাওড়ায় তিস্তা চুক্তি নিয়ে মুখ খুললেন ভারতের কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী৷ তিনি জানালেন, ‘আলোচনায় মিটবে তিস্তা সমস্যা৷ জলই কেন্দ্র-রাজ্যে সম্পর্ক ভাল করবে৷ নদীর জল রাজ্যের এক্তিয়ারভুক্ত৷ ত্রিপাক্ষিক আলোচনায় মিটবে সমস্যা৷ কেন্দ্র-রাজ্য-বাংলাদেশ আলোচনায় মিটবে সমস্যা৷ প্রত্যেক রাজ্যকে জল নিয়ে নোটিশ দিয়েছে কেন্দ্র৷ জলের সমস্যায় সাহায্য করবে কেন্দ্র ৷’
তবে হিংসার রাজনীতিতে যে তা দল বিশ্বাসী নয় তা আরও একবার স্পষ্ট করে দিলেন উমা ভারতী৷ মুখ্যমন্ত্রীকে খুনের হুমকির ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, ‘হুমকির রাজনীতি করে না বিজেপি৷ আমরা ঘটনার নিন্দা করছি৷ পুলিশের কাজে বাধা দেওয়া হবে না৷ পুলিশ আইন মাফিক ব্যবস্থা নিক৷’ তিনি আরও বলেন, ‘অস্ত্র নিয়ে মিছিল ভারতীয় সংস্কৃতিতেই আছে৷ তবে মিছিল থেকে অস্ত্র নিয়ে হুমকি বরদাস্ত নয়৷ হুমকি দিলে আইনি ব্যবস্থা নেওয়া উচিৎ৷’
১৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস