শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ০৬:৩২:৪৫

২৪ ঘণ্টার মধ্যে কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু!

২৪ ঘণ্টার মধ্যে কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু!

আন্তর্জাতিক ডেস্ক: কোরীয় উপসাগরে মার্কিন নৌবহর। এরই মধ্যে আফগানিস্তানে ভয়াবহ মার্কিন বোমা হামলায় চিন্তিত উত্তর কোরিয়ার শীর্ষ শাসক কিম জন উন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, যুদ্ধের আবহ আঁচ করে রাজধানী পিয়ং ইয়ং সিটি থেকে সবাইকে দূরবর্তী স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছে , আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শুরু হতে পারে কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ ।

কোনো রকম হামলা হলে ভয়ঙ্কর প্রত্যাঘাত করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনই হুমকি দিয়েছেন কিম জং উন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা, আমেরিকার বিরুদ্ধে পরমাণু হামলা করতে দ্বিধা করবেন না কিম।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে