আন্তর্জাতিক ডেস্ক: ফের তিন তালাকের কোপে এক নারীর বিবাহিত জীবন। নারীর অভিযোগ, ১০ লাখ টাকা দাবি করেছিল শ্বশুরবাড়ির লোকজন। সেই টাকা দিতে রাজি না হয়ে রাগ করে বাপেরবাড়ি চলে গিয়েছিলেন তিনি। ফিরে এসে জানতে পারেন স্বামী তাঁকে তালাক দিয়ে দিয়েছেন। কিন্তু সেই তালাক না মেনে তিন বিচার পেতে এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চান উত্তরপ্রদেশের শামিমা (নাম পরিবর্তিত)।
ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা তিনি। পাঁচ বছর আগে আলিগড়ে তাঁর বিয়ে হয়। ৩০ লাখ টাকা নগদ, গাড়ি, গয়না দিয়ে ধুমধাম করে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়েছিলেন শামিমার বাবা। শুরুর দু’বছর ভালোই কেটেছিল। কিন্তু তারপর তাঁর শ্বশুরবাড়ির লোকজন ফের ১০ লাখ টাকা দাবি করে। দাবি মিটিয়েও দেওয়া হয়।
কিন্তু এখানেই তারা থেমে থাকেনি বলে অভিযোগ। ফের ১০ লাখ টাকা দাবি করায় তা দিতে রাজি হননি শামিমা। শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন বাপেরবাড়ি। কিছুদিন পর ফিরে গিয়ে জানতে পারেন, স্বামী তাঁকে তালাক দিয়েছেন। শামিমা বলেন, কিছুদিন পর আমি যখন শ্বশুরবাড়িতে ফিরে আমি তালাকের কথা জানতে পারি। যদিও কোনও কিছুই আইনিভাবে হয়নি। আমি এই তালাক মানি না। আমার প্রাপ্য অধিকার চাই। যদি না পাই তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে যাব। তাঁকে জানাব তিন তালাক মহিলাদের উপর একটা নির্যাতন। আমি ন্যায্য বিচার চাই।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস