আন্তর্জাতিক ডেস্ক: কোরিয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে ট্রাম্পের টুইট এমনটাই মনে করেন উত্তর কোরিয়ার সহ-পররাষ্ট্রমন্ত্রী হান সঙ রিওল। শনিবার তিনি এপি’কে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ‘টুইটারে একের পর এক আক্রমণাত্মক কথা বলে ট্রাম্প উত্তেজনার এক দুষ্ট চক্র তৈরী করছেন।’
একজন দো’ভাষীর মাধ্যমে রিওল ওই সাক্ষাতকারটি দেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যেন আমাদের সেনাবাহিনী উত্তেজিত না করে। তারা চাইলে আমরা যুদ্ধে যেতে রাজি আছি।’
রিওল জানান, যুক্তরাষ্ট্রের সেনারা যদি বেপরোয়াই থাকে তবে উত্তর কোরিয়াই আগে আক্রমণ করবে। এও জানান যে, উত্তর কোরিয়া হাতে ইতোমধ্যে শক্তিশালী পারমানবিক বোমা প্রতিরোধকও চলে এসেছে।
সাক্ষাতকারের সময় রিওলকে খুব শান্ত দেখায় এবং তিনি অন্তত ৪০ মিনিট কথা বলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ ইতোমধ্যেই কোরিয়ার কাছাকাছি অবস্থান করছে। সম্প্রতি উত্তর কোরিয়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিলো। গোয়েন্দা সূত্রগুলো বলছে, খুব শীঘ্রই দেশটি আরও একটি পারমানবিক পরীক্ষা চালাতে যাচ্ছে।-ইয়াহু নিউজ
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস