আন্তর্জাতিক ডেস্ক : কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে ঢুকে পড়ল একটি রহস্যজনক গাড়ি। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে পেন্টাগনের দক্ষিণদিকের পার্কিং লটে আচমকাই ঢুকে পড়ে গাড়িটি। গাড়িটির দরজার বাইরে ঝুলছিল একটি ছেঁড়া তার।
পেন্টাগনের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা বারবার সতর্ক করলেও কোনও উত্তর আসছিল না গাড়ির ভিতর থেকে। অবশেষে গাড়িটি ঘিরে ফেলে চালক-সহ তিন আরোহীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বম্ব স্কোয়াড ও বোমা নিস্ক্রিয়কারী রোবট।
পেন্টাগন ফোর্স প্রোটেকশন এক বিবৃতি দিয়ে জানায়, গাড়ির তিন আরোহীকেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গাড়ির চালক সম্ভবত মাদক নিয়ে বেহুঁশ হয়ে চালাচ্ছিলেন। গাড়িতে তল্লাশি চালিয়ে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি।
১৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস