আন্তর্জাতিক ডেস্ক: কোরীয় অঞ্চলে উত্তেজক পদক্ষেপ না নিতে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়া বলছে, ‘পাল্টা আঘাত হিসেবে পারমাণবিক হামলা চালানো হবে।’ দেশটির প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট কিম ইল সুংয়ের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহৎ সামরিক শক্তি প্রদর্শন করে এমন সতর্কবার্তা দিলো তারা।
শনিবার পিইংইংয়ের তেদং নদীর তীরে অসংখ্য সেনা ও শত শত ট্যাংকসহ অন্যান্য যুদ্ধাস্ত্র নিয়ে সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করে উত্তর কোরিয়া। আর এর মাধ্যমে দেশটির বর্তমান ক্ষমতাসীন নেতা কিম জং উন পরবর্তী পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর আদেশ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা চো রিয়ং-হে বলেছেন, ‘আমরা একটি সম্পূর্ণ যুদ্ধের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে প্রস্তুত রয়েছি। এছাড়া আমাদের বিরুদ্ধে যেকোনো পারমাণবিক হামলার বিপরীতে আমরাও আমাদের নিজস্ব ভঙ্গিমায় একি ধরণের পাল্টা হামলা চালাবো।’
তবে উত্তর কোরিয়ার শনিবারের বিশাল সামরিক শক্তি প্রদর্শনের ব্যাপারটিকে মার্কিন বাহিনীর প্রতি চরম উস্কানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রতিবেশী দেশ চীনও এ ব্যাপারে গভীর সতর্কতায় রয়েছে। চলমান সঙ্কট সমাধান কল্পে যুক্তরাষ্ট্র- উত্তর কোরিয়াকে যুদ্ধাবস্থা থেকে সরে এসে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন।-বিবিসি
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস