শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ০৬:১৮:৪৩

‘ভারত প্রত্যাঘাত শুরু করলে, মাথা তুলে দাঁড়াতে পারবে না পাকিস্তান’

‘ভারত প্রত্যাঘাত শুরু করলে, মাথা তুলে দাঁড়াতে পারবে না পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক : ভারত এমনিতে শান্তিপ্রিয় দেশ। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন উঠলে শত্রুদের সবরকমভাবে জবাব দিতে সক্ষম আমরা। আর দেশের সুরক্ষার জন্য প্রয়োজনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে পারে এই দেশ বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সম্প্রতি মহারাষ্ট্রের আহমেদনগরে এক সেনা কেন্দ্র তথা স্কুলের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি। তিনি বলেন, যে কোনও দেশ জাতীয় শক্তি ও সশস্ত্র সেনা থেকে শক্তি সঞ্চয় করে থাকে। আমরা শান্তিতে থাকতে ভালবাসি তার মানে এই নয় যে উত্তর দিতে পারি না। আর তা সর্বশক্তি দিয়েই দিয়ে থাকি।

ইতিহাস সাক্ষী রয়েছে যখনই দেশের সুরক্ষা বিপন্ন হয়েছে তখনই ভারতীয় সেনারা ঝাঁপিয়ে পড়ে জয় ছিনিয়ে এনেছে। এর জন্য দেশের সশস্ত্র সেনা বলের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সেনার এই শক্তি ভারতের গর্ব। এই গর্ব রক্ষার জন্য ভারত যে কোনও শক্তি প্রয়োগ করতে পারে, সেই ইঙ্গিতই এদিন দেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই কুলভূষণ যাদবকে নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারতীয় ব্যবসায়ীকে সন্ত্রাসমূলক কার্যকলাপের অভিযোগে ফাঁসির সাজা শুনিয়েছে পাক সামরিক আদালত। ইসলামাবাদের এই হঠকারি সিদ্ধান্তের প্রতিবাদে মুখর হয়েছে ভারত।

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ভারতীয় ব্যবসায়ী কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের ঘটনায় পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকর।

মনোহর বলেন, “ভয়ঙ্কর খেলা খেলছে পাকিস্তান। তাদের বোঝা উচিত, তারা নিজেদের যতই শক্তিধর দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করুক না কেন। ভারত যদি প্রতিহিংসার পথে, প্রত্যাঘাতের পথে যায় তাহলে মাথা তুলতে পারবে না পাকিস্তান।

দূরদর্শনে সাক্ষাৎকার দেওয়ার সময় একথা বলেন তিনি। বলেন, ভারত শান্তি চায়। কোনওরকম প্ররোচনা চায় না দেশ। পাকিস্তানের উচিত, কুলভূষণকে দেশে ফেরত পাঠানো।   

কুলভূষণ যে কোনওভাবেই গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন না, তা মনে করিয়ে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। বলেন, “প্রথমত তারা কুলভূষণকে অপহরণ করেছে। তিনি পাকিস্তানে ছিলেনই না। ছিলেন ইরানে। ইরান জানিয়েছে, তালিবান তাঁকে অপহরণ করে এবং পাকিস্তানে নিয়ে যায়। ”   

কুলভূষণকে নিয়ে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যে বিবৃতি দিয়েছেন, তা যথাযথ বলে মত মনোহর পর্রিকরের। বিদেশমন্ত্রীর সঙ্গে সমস্বরে গোয়ার মুখমন্ত্রী বলেন, কুলভূষণকে নিয়ে পাকিস্তান খারাপ কিছু করলে যা করার দেশ করবে।
১৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে