শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ০৭:১০:১৬

ইসলামের নেতিবাচক ভাবমূর্তির জন্য পাকিস্তানই দায়ী: মালালা

ইসলামের নেতিবাচক ভাবমূর্তির জন্য পাকিস্তানই দায়ী: মালালা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে তার স্বদেশ পাকিস্তানের নেতিবাচক ভাবমূর্তি ও ইসলামভীতির জন্য পাকিস্তানই দায়ী বলে মন্তব্য করেছেন ইতিহাসের কনিষ্ঠতম নোবেলজয়ী মালালা ইউসুফজাই।

ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে মশাল খান নামের ২৩ বছর বয়সী সাংবাদিকতা বিভাগের এক ছাত্রকে হত্যার প্রেক্ষিতে এক ভিডিওবার্তায় মালালা এ কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
 
গত বৃহস্পতিবার ফেসবুকে ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে মশাল খানকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়। নির্দয়ভাবে পিটিয়ে তারপর গুলি করে হত্যার পরেও তার প্রাণহীন দেহের উপর লাঠি দিয়ে পেটানো হয়।

মালালা তার বার্তায় এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, আমরা ইসলামভীতির কথা বলি এবং বলি কিভাবে মানুষ আমাদের দেশ (পাকিস্তান) ও ধর্মের কুৎসা রটাচ্ছে। কেউ আমাদের ধর্ম ও দেশের কুৎসা রটাচ্ছে না, আমরা নিজেরাই সেটা করছি। আমরা নিজেরাই এর জন্য যথেষ্ট।
 
ইউসুফজাই বলেন, আমি মশাল খানের বাবার সঙ্গে কথা বলেছি। এই নির্মম ঘটনার পরেও তার বাবার বার্তা ছিল শান্তি ও সহিষ্ণুতার। ইউসুফজাই বলেন, আমরা আমাদের ধর্মের প্রকৃত মূল্যবোধ ও শিষ্টাচার ভুলে গেছি।

পাকিস্তানিদের সতর্কতার সঙ্গে ধর্মীয় শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের ধর্ম শান্তি ও সহিষ্ণুতার বাণী প্রচার করে। সব পাকিস্তানির অধিকার রয়েছে নিরাপদে ও শান্তিতে বসবাস করার। আমরা যদি এমন নির্লজ্জের মত মানুষকে হত্যা করতে থাকি তাহলে কেউই নিরাপদ নয়।
১৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে