রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ০৮:৪৩:৪০

প্রয়োজনে পাল্টা পরমাণু হামলার জন্য প্রস্তুত পিয়ং ইয়ং

প্রয়োজনে পাল্টা পরমাণু হামলার জন্য প্রস্তুত পিয়ং ইয়ং

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের নজর যখন উত্তর কোরিয়ার দিকে, তেমনই সময় আমেরিকাকে উশকানিমূলক পদক্ষেপ না নিতে সতর্ক করেছেন দেশটির নেতা কিম জং-আন। তিনি হুমকিও দিয়েছেন যে, প্রয়োজনে পাল্টা পরমাণু হামলার জন্য প্রস্তুত পিয়ং ইয়ং।

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শনিবার এই মন্তব্য করেন জং-আন। আর এই বক্তব্য এলো এমনই এক সময় যখন উত্তর কোরিয়া নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সামরিক কর্মকর্তা চো রেয়ং-হায়ে বলেছেন, যেকোনো পরমাণু হামলার বিপরীতে আমরা আমাদের নিজস্ব কায়দায় পাল্টা পরমাণু আঘাত করবার জন্য প্রস্তুত। আর এমন প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই, নিজেদের সামরিক শক্তি তুলে ধরার সুযোগটিকে কাজে লাগালেন কিম জং আন।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে