রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ১২:৫৮:২১

চিলিতে শক্তিশালী ভূমিকম্প

চিলিতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: চিলির উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ১। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

রয়টার্স অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইউএসজিএস আরো জানিয়েছে, কালামা শহরের ১৪৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১৮৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

প্রাথমিক খবরে বলা হয়েছিল, ভূকম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৬ দশমিক ২। এদিকে, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি।

চিলি একটি ভূমিকম্পনপ্রবণ দেশ। ভূমিকম্পপ্রবণ ভূভাগ ‘লাইন অব ফায়ার’ এর অবস্থান। ২০১০ সালে চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে অনুভূত ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ মারা যায়। ২০১৫ সালে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে মারা যায় ১৫ জন। চিলিতে ভূমিকম্প ব্যবস্থাপনা শক্তিশালী হওয়ায় বড় বড় ভূমিকম্পেও প্রাণহানির সংখ্যা কম হয়।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে