রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ০৩:০১:০১

একসঙ্গে ভারতের ৩ এয়ারপোর্ট থেকে প্লেন হাইজ্যাকের ষড়যন্ত্র!

একসঙ্গে ভারতের ৩ এয়ারপোর্ট থেকে প্লেন হাইজ্যাকের ষড়যন্ত্র!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাই, চেন্নাই ও হায়দরাবাদ এয়ারপোর্ট থেকে একসঙ্গে প্লেন হাইজ্যাকের পরিকল্পনা করছে সন্ত্রাসীরা- এমন গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ওই সব বিমানবন্দরে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।

এ ছাড়াও দেশটির সবগুলো বিমানবন্দরেই বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।  

রবিবার নবভারতটাইমস.কম জানায়, গোয়েন্দা সূত্র জানিয়েছে প্লেন হাইজ্যাক ষড়যন্ত্রে ২৩ যুবকের একটি টিম কাজ করছে। এক নারীর কাছ থেকে পাওয়া ই-মেইল সূত্রে এই ষড়যন্ত্রের কথা জানতে পেরেছে তারা।  

ওই নারী জানান, তিনি ছয়জন যুবককে মুম্বাই, চেন্নাই ও হায়দরাবাদ এয়ারপোর্ট থেকে একসঙ্গে প্লেন হাইজ্যাকের পরিকল্পনা করতে শুনেছেন যাতে ২৩ যুবক অংশ নেবে।

ভারতের বিমানবন্দর নিরপত্তা সংস্থা সিআইএসএফের ডিজি ওপি সিং জানান, মুম্বাই, চেন্নাই ও হায়দরাবাদ এয়ারপোর্টের নিরাপত্তা হাই-অ্যালার্টে রাখা হয়েছে।  
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে