আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যে মুসলিম ও তপসীলি উপজাতিদের জন্য ১২ শতাংশ সংরক্ষণ দেওয়ার বিরোধিতা আগেই করে আসছিল রাজ্য বিজেপি। এবার সেই বিল বিধানসভায় তোলা হলে তার প্রতিবাদে তোলপাড় করলেন তেলেঙ্গানার বিজেপি বিধায়করা।
রোববার হায়দরাবাদ বিধানসভায় একটি বিলা আনা হয়। ওই বিলে রাজ্যের তপসীলি উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ বাড়ানোর প্রস্তাব করা হয়। টিআরএসের নির্বাচনী ইস্তাহারে ঘোষণা অনুযায়ী ওই বিলে মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া শ্রেণি ও তপসীলি উপজাতিদের জন্য সংরক্ষণের পরিমাণ বাড়িয়ে ১২ শতাংশ করার প্রস্তাব করা হয়।
এতেই তোলপাড় শুরু করে দেয় বিজেপি। পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। এদিকে দেখা যাচ্ছে ওই কোটা দিলে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের পরিমাণ ৬৯ শতাংশ হয়ে যাচ্ছে। অথচ কেন্দ্রে নিয়ম অনুযায়ী মোট সংরক্ষণের পরিমাণ ৪৯ শতাংশ হওয়ার কথা।
এনিয়ে কেন্দ্রে কাছে দরবার করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হচ্ছে বলে যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়। যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদেরই সংরক্ষণ দেওয়া হচ্ছে।
বিজেপির অভিযোগ রাজ্য সরকারের সংরক্ষণ দেওয়ার পেছনে লুকিয়ে রয়েছে ধর্মীয় তাস খেলার ইঙ্গিত। এরকম হলে দেশে এক অস্থিরতার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্গাইয়া নায়ডু। এনিয়ে বলতে গিয়ে নায়ডু বলেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হলে দেশের মধ্যেই তৈরি হবে আরেকটা পাকিস্তান।
এনিয়ে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী নায়ডু আরও বলেন, আমার সংরক্ষণ দেওয়ার বিরুদ্ধে নই। কিন্তু ধর্মের ভিত্তিতে তা দেওয়া হচ্ছে। অন্ধ্রে রাজশেখর রাও, তামিলনাড়ুতে চন্দ্রবাবুও এভাবে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করেছিলেন। বিজেপি এর বিরোধিতা করেছিল।
১৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস