আন্তর্জাতিক ডেস্ক: অস্ত্র-সেনা মহড়ায় বিশ্বকে নিজেদের শক্তিমত্তা সম্পর্কে জানান দিল উত্তর কোরিয়া। এ বিষয়ে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। দেশটির সামরিক প্যারেড গ্রাউন্ড থেকে এ মহড়া লাইভ সম্প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। তবে এর আগেই প্যারেডটি সরাসরি সম্প্রচারের অনুমতি পান বিবিসি'র জন সুডওর্থ।
বিশেষজ্ঞদের মতে, একেবারে আধুনিক অস্ত্রের প্রদর্শন ঘটানো হয় এ প্যারেডে। ট্যাংক ও অন্যান্য সামরিক অস্ত্র ও সরঞ্জাম নিয়ে প্যারেড করে বিশাল সেনাদল।
অস্ত্র-সেনা ছাড়াও অসংখ্য মানুষের ভীড় ছিলো প্যারেডকে কেন্দ্র করে। তাদের নেতা কিম জং উনকে হাস্যোজ্জ্বল মুখে হাততালি দিতে দেখা যায়।
সিএনএন এর পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন উইল রিপ্লে। তিনি জানান, একপর্যায়ে সেনাদল সমবেত কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠে, 'আপনার জন্য আমরা মৃত্যুকে বরণ করে নেবো'। কিম ইল সাং স্কয়ারে চলছিল ধুমধাম কুচকাওয়াজ। দেশবাসীরাও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে তাদের বিপ্লবী চেতনার প্রকাশ ঘটায়। এ সময় তাদের মাঝখান দিয়ে সেনারা আধুনিক অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছিল।
রিপ্লে বলেন, আমরা প্যারেডে সাবমেরিন লঞ্চ ব্যালাস্টিক মিসাইল দেখেছি। এগুলো একটি মোবাইল লঞ্চার থেকে ছোড়া সম্ভব। আকারে এগুলো বিশাল, সম্ভবত ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল।
অস্ত্র বিশারদ মার্কাস শিলার জানান, পৃথিবীর কোনো দেশ তাদের প্যারেডে সত্যিকারের মিসাইল এনে প্রদর্শন করে না। এটা ভয়ংকর এক বিষয়। এতে বোঝা যায়, তারা যেকোনো সময় এগুলোর বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত। প্রিয় নেতার জন্য এই মুহূর্তে প্রস্তুত তারা।
যুক্তরাষ্ট্রকে পরমাণু হামলার হুমকি দেওয়ার পর শনিবার উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তির প্রদর্শনী করে। হুমকিতে প্রেসিডিয়াম অব দ্য পলিটিক্যাল ব্যুরো অব দ্য ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডাব্লিউপিকে) জ্যেষ্ঠ সদস্য চো রাইয়ং জানান, যুক্তরাষ্ট্রের যেকোনো বেপরোয়া ভাব দেখামাত্রই বিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাংয়ের ১০৫তম জয়ন্তি উপলক্ষে এ প্যারেড আয়োজিত হয়।-সিএনএন
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস