রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ০৮:৩১:৫৭

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে ‘ভয়ঙ্করতম’ মিসাইল ছুঁড়ল রাশিয়া

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে ‘ভয়ঙ্করতম’ মিসাইল ছুঁড়ল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তানের মাটিতে আইএস ঘাঁটি ধ্বংস করতে ‘মাদার অফ বোমস’ নিক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার পালটা হিসেবে সিরিয়াতে আইএস নিধনে নতুন অস্ত্র প্রয়োগ করল রাশিয়া।

জানা গিয়েছে, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে রাশিয়া নতুন ধরণের বোমা ফেলেছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সিরিয়ার হামা প্রদেশের চার শহরে এই বোমা ফেলা হয়। হামলায় রুশ পাঁচ যুদ্ধবিমান এবং দুটি হেলিকপ্টার অংশ নিয়েছিল। যে চার শহরে বোমা ফেলা হয় সেগুলো হল সৌরান, তাইবাত আল-ইমাম, হালফইয়া ও লাতামানিয়া।

বোমার বিস্ফোরণ আশেপাশের অনেকদূর এলাকা নিয়ে মাটি কেঁপে উঠেছে। এ ছাড়া, ভিডিও ফুটেছে, বিস্ফোরণের পরই আগুন ও ধোঁয়ার বিশাল মেঘকুণ্ডলি উঠতে দেখা গেছে। এই বোমা আইএসের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আল মাসদার নিউজ। এ গোষ্ঠীটি আইএসআইএল বা আইএস নামেও পরিচিত। আফগানিস্তানে আমেরিকা ‘মোয়্যাব’ বা এমওএবি নামে পরিচিত ‘মাসার অফ বোমস’ ফেলার পরই সিরিয়ার আইএসের বিরুদ্ধে নতুন বোমা ব্যবহার করার দাবি করা হয়েছে। অবশ্য এই বিষয়ে এখনো কিছু বলেনি রাশিয়া।

আফগানিস্তানে আইএসের অবস্থানের বিরুদ্ধে মোয়্যাব ব্যবহারের দাবি করেছে আমেরিকা। কিন্তু কোনো কোনো মার্কিন সংবাদ মাধ্যম মনে করছে, মূলত রাশিয়াকে নিজ শক্তি দেখানোর জন্য এই বোমা ব্যবহার করেছে আমেরিকা। কিন্তু রাশিয়ার কাছে ফোয়্যাব বা এফওএবি অর্থাৎ ‘ফাদার অফ বোমস’ নামে পরিচিত বোমা রয়েছে। এটি মার্কিন মোয়্যাবের চেয়ে ৪ গুণ বেশি শক্তিশালী হওয়ায় মার্কিন এই কৌশল তেমন কার্যকরি হয়নি বলেই মনে করছে মার্কিন সংবাদ মাধ্যম।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে