সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০১:৫২:২০

ইউরোপে ঢুকল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বহর

 ইউরোপে ঢুকল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বহর

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ এর একটি বহর ইউরোপে ঢুকেছে। রাশিয়াকে ঠেকানোর লক্ষ্যে ন্যাটোর সামরিক মহড়ায় যোগ দিতে বহরটি প্রথমবারের মতো ইউরোপে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের হিল বিমান ঘাঁটি থেকে বিমান বহরকে ইউরোপে পাঠানো হয়েছে। এরই মধ্যে মার্কিন এফ-৩৫ এর লাইটিনিং-২ মডেলের যুদ্ধবিমানগুলো ইংল্যান্ডের লাকেনহিথ বিমান ঘাঁটিতে নেমেছে।

এই প্রথম ইউরোপে এ বিমান মোতায়েন করল আমেরিকা। মহড়া শেষ হওয়ার পরও কয়েক সপ্তাহ এসব বিমান ইউরোপে থাকবে বলে এর আগে ঘোষণা করা হয়।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে