সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৬:০২:৫১

তিন তালাক মহিলাদের বস্ত্র হরণের সমতুল্য : আদিত্যনাথ

তিন তালাক মহিলাদের বস্ত্র হরণের সমতুল্য : আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক : তিন তালাক ইস্যুতে সমাজের বিশিষ্টজনদের একাংশের নীরবতা তাকে চমকে দিয়েছে বলে মন্তব্য করছেন ভারতের উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের উপর একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

উত্তরপ্রদেশের রাজ্যধানী লখনউতে ওই অনুষ্ঠানে যোগ দিতে এসে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ চন্দ্র শেখরের প্রসঙ্গ টেনে এনে রাজ্যটির মুখ্যমন্ত্রী বলেন, “চন্দ্র শেখরও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে ছিলেন।”

তিন তালাককে মহিলাদের বস্ত্র হরণের মতো অপরাধের সঙ্গে তুলনা করে যোগী আদিত্যনাথ বলেন, “যারা তিন তালাকের মতো প্রথার বিরুদ্ধে মুখ খুলছেন না, তারাও সমান দোষী।”

রোববারেই তিন তালাকের বিরুদ্ধে সরব হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন তালাক একটি খারাপ সামাজিক প্রথা বলে বর্ণনা করেছিলেন মোদি। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, “সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন উঠলে মুসলিম বোনদেরও সুবিচার পাওয়ার অধিকার আছে। কখনই তাদের প্রতি অবিচার করা যায় না। সমাজে কেউ শোষিত হয়ে থাকতে পারেন না।”

একইসঙ্গে সারা দেশে এই আইনের পক্ষেও সাওয়াল করেছেন তিনি। রাজনীতিবিদ চন্দ্রশেখর এক দেশ এক আইনের পক্ষপাতী ছিলেন বলে দাবী করে কাশ্মীর প্রসঙ্গেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। আদিত্যনাথ বলেছেন, “চন্দ্র শেখর বিশ্বাস করতেন, কাশ্মীরকে আলাদা করে দিলে ভারতবাসী বিশ্বাস হারিয়ে ফেলবেন।
১৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে