সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ০৬:১৯:২৯

মুসলিমদের রীতিনীতি নিয়ে হিন্দুদের প্রশ্ন তোলার অধিকার নেই : জাকির নায়েক

মুসলিমদের রীতিনীতি নিয়ে হিন্দুদের প্রশ্ন তোলার অধিকার নেই : জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক : গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় ভারতে ঢুঁকতে পারছে না বহুল পরিচিত ইসলাম প্রচারক জাকির নায়েক। তবে তার একটি নতুন ভিডিও ভারতের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। ওই ভিডিওই তাকে ফের বিস্ফোরক একটি মন্তব্য করতে দেখা গিয়েছে।

নতুন ভিডিওটিতে তিনি বলেন, “একজন হিন্দু কখনই কোনও মুসলিমের রীতি-রেওয়াজ নিয়ে প্রশ্ন তুলতে পারেন না।” কোনও হিন্দু এমনটা করলে তার বিরুদ্ধে সমস্ত মুসলিমদের একত্রিত হওয়ার ডাক দিয়েছেন তিনি।

জাকির নায়েকের বক্তব্যে সন্ত্রাসবাদীরা অনুপ্রাণিত হয়, সম্প্রতি এই অভিযোগ তুলে তার সমালোচনা করে মালয়েশিয়ার একটি হিন্দু সংগঠন ‘HINDRAF’ বা ‘হিন্দু রাইটস অ্যাকশন ফোর্স’। জাকিরের পাশাপাশি পারলিজ মুফতির বিরুদ্ধেও প্রতিবাদ জানায় সংগঠনটি।

প্রতিবাদকারীদের পাল্টা দিতে গিয়ে জাকির বলে বসেন, “মালয়েশিয়ার সমস্ত মুসলিমদের উচিত ওই হিন্দু সংগঠনটির বিরুদ্ধে মামলা দায়ের করা।” কারণ, তার মতে, কোনও হিন্দুর অধিকার নেই মুসলিমদের রীতি-রেওয়াজ বা আচরণ নিয়ে প্রশ্ন তোলার। এখন ঘটনা হল, মালয়েশিয়া মুসলিম রাষ্ট্র হলেও সেখানে প্রত্যেক ধর্মালম্বীকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়েছে নিজ নিজ ধর্ম পালনের জন্য।

এই মুহূর্তে জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের অনুপ্রাণিত করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তার ফেসবুক ভিডিও দেখেই নাকি অনুপ্রাণিত হয়েছিল ঢাকার গুলশান হামলার মূলচক্রীরা। জাকির ও তার কয়েকজন ঘনিষ্ঠের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ভারতে।

তার বিরুদ্ধে নোটিশ জারি করতে ইন্টারপোলের সঙ্গেও কথা বলছেন ভারতের গোয়েন্দারা। ভারতে ধৃত একাধিক ইসলামিক স্টেট জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তি জাকিরের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ দিয়েছে পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দাদের। পাশাপাশি তার বিরুদ্ধে আর্থিক তছরুপের মতো মামলাও রয়েছে। বর্তমানে জাকির মালয়েশিয়ায় গা ঢাকা দিয়ে রয়েছেন বলে দাবী করেছে ভারত।
১৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে