আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে পাক সেনার গুলিতে শহিদ হলেন এক ভারতীয় জওয়ান। সোমবার সকালে এই খবর প্রকাশ করেছে কাশ্মীর পুলিশ। মঙ্গলবার সন্ধেয় জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় ও পাকসেনার মধ্যে গোলাগুলি চলে। তাতে মৃত্যু হয় ওই জওয়ানের।
সোমবার থেকেই ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেছে পাক রেঞ্জার্স। রাজৌরির নৌসেরা সেক্টরে এই গোলাগুলি চলে। মর্টার শেলিংও চলেছে বলে জানা গিয়েছে। ভারতের দিকে অনেক গবাদিপশুর মৃত্যু হয়েছে এই গুলি বিনিময়রে ফলে। ভারত সেই হামলার যোগ্য জবাবও দেয়।
এই নিয়ে চলতি মাসে ষষ্ঠবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক সেনা। রাজৌরি ও পুঞ্চ জেলাতেই পালা করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। তবে ভারতীয় জওয়ানরাও তৈরি আছেন। তাঁরা পাল্টা জবাব দিচ্ছেন। সম্প্রতি, ভারতের প্রাক্তন নেভি অফিসার কুলভূষণ যাদবের ফাঁসির আদেশ নিয়ে ফের দু’দেশের সম্পর্ক উত্তপ্ত হয়েছে।-কলকাতা২৪
১৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস