মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ০৩:৩৫:৫৭

মোদী সরকার ‘সন্ত্রাসবাদী সরকার’: পাকিস্তান

মোদী সরকার ‘সন্ত্রাসবাদী সরকার’: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ‘সন্ত্রাসবাদী সরকার’-এর সঙ্গে কথা বলবে না পাকিস্তান। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট তথা পিপিপি নেতা আসিফ আলি জারদারি। ভারত-পাক সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

পাকিস্তানের এক বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে গিয়ে একথা বলেন জারদারি। তিনি বলেন, ‘ভারতের বর্তমান সরকার চরম হিন্দুপন্থী। তারা পাকিস্তানের অস্তিত্ব বরদাস্ত করতে পারে না। তারা কিভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঠিক করবে?’

জারদারি আরও বলেন, যতদিন সন্ত্রাসবাদী সরকার ভারতে থাকবে ততদিন পাকিস্তানের সম্পর্ক তৈরিকরা সম্ভব নয়। তাঁর দাবি, ভারত আফগানিস্তানে পাকিস্তানের শত্রুদের টাকা দিচ্ছে, আর বালোচিস্তানে পাকিস্তানের মিত্রদের ভুল বোঝাচ্ছে। কুলভূষণ যাদব প্রসঙ্গে জারদারি বলেন, ‘ওই ব্যক্তি কেন এসেছি আমাদের দেশে? আমরা যদি কোনও গুপ্তচরকে গ্রেফতার করি, তাহলে তাকে শাস্তি ও দেওয়া হবেই।

সম্প্রতি কুলভূষণের ফাঁসির নির্দেশ দিয়ে নতুন করে সম্পর্কের অবনতি হয়েছে ভারত ও পাকিস্তানের। এর জেরে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
১৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে