মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ০৬:৪৯:৪৬

ট্রাম্পকে খোঁচা মেরে মেলানিয়ার ইঙ্গিত ‘বুকে হাত দাও’

ট্রাম্পকে খোঁচা মেরে মেলানিয়ার ইঙ্গিত ‘বুকে হাত দাও’

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, আর তাকে সম্মান জানানোর প্রথা ধরিয়ে দিতে হচ্ছে প্রেসিডেন্টকে! হ্যাঁ, এমনই দৃশ্য ধরা পড়লো হোয়াইট হাউসের এক ভিডিওতে। ইস্টার এগ রোলের আয়োজন করা হয়েছিল হোয়াইট হাউসে।

সেখানে কচিকাচা-সহ প্রায় ২১ হাজার মানুষ হাজির হয়েছিলেন। হোয়াইট হাউজের ট্রুম্যান ব্যালকনিতে দাঁড়িয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তাদের ছেলে ব্যারন ট্রাম্প।

অভিনন্দনের পালা শেষে জাতীয় সঙ্গীতের সুর বেজে ওঠে। মেলানিয়া ও ব্যারন জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে প্রথা মতো নিজেদের বুকে হাত রাখেন। ট্রাম্প কিন্তু দু'হাত ঝুলিয়ে রেখেই দাঁড়িয়ে ছিলেন। মিলানিয়া আলতো খোঁচা মারেন ট্রাম্পের হাতে। তারপরই ট্রাম্প নিজের ডান হাত রাখেন বুকের উপর।

মেলানিয়া সবার অলক্ষ্যেই স্বামীকে শুধরে দিতে চেয়েছিলেন বোঝা যাচ্ছে। কিন্তু সেটা আর গোপন রইল না। গোটা দৃশ্য ধরা পড়ে যায় ক্যামেরায়। এবং সেই ভিডিও এখন ভাইরাল। টুইটারেও প্রতিক্রিয়া জানিয়েছেন বহু মানুষ।
১৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে