মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ০৮:১৬:০৩

যুদ্ধ লাগলে রাস্তা দিয়েই উড়বে ফাইটার জেট

 যুদ্ধ লাগলে রাস্তা দিয়েই উড়বে ফাইটার জেট

বিনোদন ডেস্ক: জার্মানির এ৪৪ নামের রাস্তাটি খালি চোখে দেখলে কিছুই বোঝা যাবে না। শিল্পাঞ্চল থেকে জিনিস জনবহুল এলাকায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় এই রাস্তা।

কিন্তু এই রাস্তার আরো একটা ব্যবহার আছে। এই রাস্তাই ব্যবহার হতে পারে মিলিটারি রানওয়ে হিসেবে। যদি কখনও যুদ্ধ ঘোষণা হয় তাহলে এই রাস্তা দিয়েই উড়বে যুদ্ধবিমান। এই ধরনের রাস্তা এই জন্যই বানানো হয়, যাতে কখনো দেশের সবকটি এয়ারফোর্স বেস দখল হয়ে গেলেও যুদ্ধবিমান উড়তে অসুবিধা না হয়।

অস্ট্রেলিয়াতে আছে এই ধরনের রোড। সেটাও যেকোনো মুহূর্তে রানওয়ে হতে পারে। তখন এই সব রাস্তার বাঁক মুছে যায়। ঘাস উঠে গিয়ে বেরিয়ে আসে সেন্টার রানওয়ে লাইন।

আর রাস্তার পাশের যে জায়গাটা পার্ক লট হিসেবে ব্যবহার হয়, সেখানেই পার্ক করা থাকবে এয়ারক্রাফট। সুইজারল্যান্ড, পোল্যান্ড, সিঙ্গাপুর, তাইওয়ান, ফিনল্যান্ডেও আছে এমন রাস্তা।
১৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে