মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ১১:৩৮:২১

রাশিয়ার কাছে আসাদের পতন চাইলো সৌদি আরব

রাশিয়ার কাছে আসাদের পতন চাইলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে সোমবার সাক্ষাত করেছেন রাশিয়ার উচ্চকক্ষের সভাপতি ভ্যালেন্তিনা ম্যাটভিয়েনকো। সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে প্রসঙ্গে দু’পক্ষ বিপরীত অবস্থান নেয়। সৌদি বাদশাহ আসাদের পতন দাবি করলে ম্যাটভিযেনকো এর বিরোধীতা করেন।

রাশিয়ান সংবাদ সংস্থা ‘ইন্টারফ্যাক্স’ এক প্রতিবেদনে জানায়, ম্যাটভিয়েনকো রাশিয়ার সরকারের তৃতীয় গুরুত্বপূর্ন ব্যাক্তি যিনি সৌদি আরবে সফররত রাশিয়ার একটি প্রতিনীধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

অভিযোগ রয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উচ্ছেদ করার জন্য সিরিয়ায় যে বিদ্রোহী দলগুলো সক্রিয় রয়েছে তাদেরকে সহযোগীতা করে সৌদি আরব। তবে, বিদ্রোহের শুরু থেকেই আসাদকে সমর্থন করে আসছে রাশিয়া। শুধু তাই নয়, ২০১৫ সালের সেপ্টেম্বরে আসাদের সমর্থনে রাশিয়া সিরিয়ার রণভূমিতে সামরিক অভিযানও পরিচালনা করে।

রাশিয়ান প্রতিনীধি দরটির মুখপাত্র ইলিয়াস উমাখানভ ইন্টারফ্যাক্সকে বলেন, ‘সৌদি বাদশাহ্ আসাদকে এখনই উচ্ছেদ করতে হবে এমন কিছু বলেননি। তবে, তার পক্ষ হয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবায়ের প্রস্তাব দেন যে, একটি নির্দিষ্ট উপায়ে ধীরে ধীরেই এই ক্ষমতার পালা বদল হোক।’

উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধ এখন সপ্তম বছরে পা রেখেছে। এ যুদ্ধে কয়েক লাখ লোক প্রাণ হারিয়েছে এবং গৃহহীন হয়েছে প্রায় কয়েক মিলিয়ন মানুষ। ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছে বাশার আল-আসাদ। দেশটিতে শিয়া মুসলিমরা সংখ্যালঘু হলেও এই শিয়া প্রেসিডেন্টকে ক্ষমতায় টিকে থাকতে পার্শ্ববর্তী ইরান এবং লেবানন ভিত্তিক শিয়া গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহ তাকে সমর্থন দিচ্ছে। এছাড়া আসাদের প্রতি রাশিয়ারও একটি বড় সমর্থন রয়েছে।-নিউজউইক
১৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে