বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৩:০৬:৪৩

সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশ হাসপাতালে ভর্তি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশ হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ নিউমোনিয়াজনিত অসুস্থতার কারণে শুক্রবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।
 
সাবেক এ প্রেসিডেন্টের পরিবারের মুখপাত্র মঙ্গলবার জানান, অনেকদিন ধরে থাকা কাশির কারণে ৯২ বছর বয়সী বুশকে শুক্রবার হাউসটন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার হালকা নিউমোনিয়া ধরা পড়ে। তবে ক্রমেই তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
 
এর আগে, গত জানুয়ারি মাসেও তীব্র শ্বাসকষ্টের কারণে বুশকে হাউসটন মেথোডিস্ট হাসপাতালে নেয়া হয়েছিল।
 
উল্লেখ্য, ১৯২৪ সালে জন্মগ্রহণ করা সিনিয়র বুশ ছিলেন যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। সিনহুয়া।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে