বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৬:২৭:৪৪

মার্কিন শহরে পরমাণু হামলা কেমন হবে? ভিডিও প্রকাশ কিমের!

মার্কিন শহরে পরমাণু হামলা কেমন হবে? ভিডিও প্রকাশ কিমের!

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবারই পুরোদস্তুর যুদ্ধের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পরমাণু যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে, তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা দায়ী থাকবে বলে জানিয়েছে পিয়ংইয়ং। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার নতুন সংযোজন এক প্রচার ভিডিও।

শনিবার এক বিরাট সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট কিম জং উন। গোটা বিশ্বকে এবং বিশেষত আমেরিকাকে উত্তর কোরিয়ার সামরিক শক্তি সম্পর্কে অবহিত করতেই এই কুচকাওয়াজের আয়োজন। সে খবর ও ছবি দেখা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। কিন্তু, যা দেখা যায়নি তা হলো, ওই দিনই এক সামরিক প্রচার ভিডিও-র উদ্বোধন করেন উন। উত্তর কোরিয়ার আধুনিক অস্ত্রভান্ডার সম্পর্কে সচেতনার জন্য ওই ভিডিও তৈরি করা হয়।

ভিডিওতেই দেখা যায়, পরমাণু মিসাইল ব্যবহার করে আমেরিকার এক শহর সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিচ্ছে উত্তর কোরিয়া। ভিডিওটি নকল হলেও, তার ভয়াবহতা কোনো অংশে কম নয়। আর 'দ্য মিরর'-এর দৌলতে সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আতঙ্কের জল্পনা।

ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম ব্যবহার করে এক মার্কিন শহরকে মুছে দেয়া হচ্ছে। এমনই দেখানো হয়েছে ভিডিওটিতে।

সেনাবাহিনীর এক প্রেক্ষাগৃহে যুদ্ধ সঙ্গীতের সঙ্গে ওই ভিডিও দেখানো হয়। ভিডিওতে কোন মার্কিন শহরকে দেখানো হয়েছে, তা বোঝা না গেলেও মার্কিনি অস্তিত্ব বোঝা গেছে।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে