সৌদিতে নতুন আইন, প্রবাসীদের জন্য সুখবর
আন্তর্জাতিক ডেস্ক : প্রবাসীদের জন্য সুখবর, সৌদি আরবে নতুন শ্রম আইন প্রণয়ন করেছে দেশটির সরকার। সৌদি শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদন এ খবর দিয়েছে দেশটির জাতীয় দৈনিক সৌদি গেজেট।
প্রতিবেদনে বলা হয়, সৌদিতে বসবাসকারী সব অভিবাসী নিজের পাসপোর্ট নিজেই বহন করবেন। কফিল (জামিনদার) যদি কোনো শ্রমিকের পাসপোর্ট না দিয়ে জব্দ করে রাখে তাহলে দুই হাজার রিয়াল জরিমানায় পড়বে। একইসঙ্গে কাজ করার চুক্তিনামা না দিলে ৫ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে।
এতে বলা হয়, এ জরিমানা ১৫ হাজার হবে যদি চুক্তিনামা অনুযায়ী শ্রমিককে কাজ না দিয়ে অন্য কাজ দেয়। আর শ্রমিকদের বেতন দিতে বিলম্ব করলে, অতিরিক্ত বেতন প্রদান না করে বাড়তি সময় কাজ করালে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং বৈরী আবহাওয়ার মধ্যে কাজে বাধ্য করলে তাদেরও জরিমানার আওতায় আনা হবে।
এ জরিমানার অর্থ এক মাসের মধ্যে পরিশোধ করতে হবে। কোনো কোম্পানি যদি দ্বিতীয়বারের জন্য এ আইন অমান্য করে তাহলে জরিমানা হবে দ্বিগুণ।
২২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�