বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০:০২

সীমান্তে ১০ লাখ মাইন পুঁতেছে উত্তর কোরিয়া!

 সীমান্তে ১০ লাখ মাইন পুঁতেছে উত্তর কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন যুদ্ধ বেঁধে যাবে এমন অবস্থা, ঠিক তখনই দেশটির বন্ধুপ্রতীম দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় উত্তর কোরিয়া ১০ লাখেরও বেশি স্থলমাইন পুঁতে রেখেছে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর কোরিয়ার তথাকথিত অসামরিকীকৃত অঞ্চলে (ডিমিলিটারাইজড জোন- ডিএমজেড) মার্কিন হামলা প্রতিরোধ করাই এই মাইন পুঁতে রাখার উদ্দেশ্য। খবর ব্রিটিশ দৈনিক দ্য সানের।

মূলত কোরীয় উপদ্বীপকে দুই ভাগে বিভক্ত করেছে এই ডিএমজেড এলাকা। ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সময় উত্তর কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির পর ১৬০ মাইল দৈর্ঘ্য ও আড়াই মাইল প্রশস্ত এই ডিএমজেড এলাকা তৈরি করা হয়। দুই কোরিয়ার চুক্তি অনুযায়ী, সীমান্ত এলাকার মধ্যে অথবা আশপাশে যেকোনো ধরনের উসকানিমূলক কাজ নিষিদ্ধ করা হয়েছে।

দ্য সান বলছে, ডিএমজেড এলাকায় ১০ লাখের বেশি মাইন পুঁতে রেখেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সীমান্তবর্তী বেসামরিক এলাকা হিসেবে চিহ্নিত পানমুনজম গ্রাম; যা শান্তি গ্রাম নামে পরিচিত; সেখানেও মাইন স্থাপন করেছে কিম জং উনের সেনাবাহিনী।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে