বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ০৫:২১:৩৯

উত্তর কোরিয়ার উপকূলে চীনের মিসাইল-ডেসট্রয়ার

উত্তর কোরিয়ার উপকূলে চীনের মিসাইল-ডেসট্রয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবার লাইভ-ফায়ার এক্সারসাইজ করল চীন। উত্তর কোরিয়াকে বার্তা দিতে কোরিয়ান উপকূলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পরীক্ষা করল চীনের নৌবাহিনী। উত্তর কোরিয়া ও চীনের মাঝে অবস্থিত পীত সাগরে এই অস্ত্র পরীক্ষা করা হয়। পুরো ফুটেজটি প্রকাশ করা হয়েছে চীনের সেন্ট্রাল টেলিভিশন স্টেশনের মাধ্যমে। উত্তর কোরিয়াকে বার্তা দিতেই এই মহড়া করেছে চীন।

সম্প্রতি, আমেরিকাকে হুমকি দিয়ে উত্তর কোরিয়া বলেছে, তারা প্রত্যেক সপ্তাহে মিসাইল টেস্ট করবে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, চীনের জিনিং নামে ওই মিসাইল ডেসট্রয়ার পরীক্ষা করার জন্য পরপর একাধিক মহড়া চালানো হয়েছে পীতসাগরে। যেকোনো আবহাওয়ায় এই অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করতে এই মহড়া হয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক এনভায়রনমেন্টেও এই অস্ত্র কাজ করবে বলে জানা গেছে। চীনের পিপল’স ডেলি নামের সংবাদমাধ্যমের ট্যুইটার অ্যাকাউন্টেও এই ফুটেজ প্রকাশ করা হয়েছে।

জিনিং হলো একটি Type 052D গ্লাস গাইডেড মিসাইল ডেসট্রয়ার। জানুয়ারি থেকে নর্থ সি ফ্লিটে যুক্ত হয়েছে এই মিসাইল। বেশ কয়েকদিন ধরে চলে এই মহড়া।

এদিকে দিন কয়েক আগে জাতিসঙ্ঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, তার দেশ ‘যেকোনো ধরনের’ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। উত্তর কোরিয়া যেকোনো মিসাইল ও পরমাণু হামলার ‘সমুচিৎ’ জবাব দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। কিম বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ নেয়ার ধৃষ্ঠতা দেখায় তাহলে ওয়াশিংটন যে পদ্ধতির যুদ্ধ চায় উত্তর কোরিয়া সে পদ্ধতিতে জবাব দেবে। আমরা উস্কানিদাতাদেরকে কঠিনতম জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছি।”

অন্যদিকে, আমেরিকাকে চাপে রাখতে সম্প্রতি ক্ষমতা প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। বিভিন্ন ধরণের অত্যাধুনিক অস্ত্র নিয়ে কুচকাওয়াজ করে কিম জং-এর সেনাবাহিনী। উত্তর কোরিয়ার একনায়ক কিম ইল সুং-এর জন্মদিন ছিল গত শনিবার। দেশের জন্মদাতার ১০৫ তম জন্মবার্ষিকীতে রাজধানী পিয়ং ইয়াংয়ে বিশাল কুচকাওয়াজের আয়োজন করে উত্তর কোরিয়া। রাজধানীর রাজপথে যুদ্ধাস্ত্রে সুসজ্জিত হয়ে কুচকাওয়াজ করে কিমের বাহিনী।
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে