আন্তর্জাতিক ডেস্ক : আবার নতুন নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ বুধবার উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র, ভিজিল্যান্স ও জেল দফতরের সঙ্গে বৈঠকে আলোচনার মাধ্যমে যোগী স্পষ্টই জানিয়ে দিলেন, ‘জেলে সবার সঙ্গেই একই ব্যবহার করতে হবে৷’
মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও বন্দিকে বিশেষ সুবিধা, বা কোনও বন্দিকে কম সুবিধা দেওয়া চলবে না৷ জেলে থাকা ভিআইপি, মাফিয়া ডন ও ছিঁচকে চোর সবার ক্ষেত্রে একই নিয়ম, একই খাবার-দাবার, সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে৷’
মাঝে মধ্যেই উত্তরপ্রদেশের জেলে থাকা মাফিয়া, ডনদের বিশেষ সুবিধা দেওয়ার কথা প্রকাশ্যে আসে৷ অনেক সময়ই জানা যায়, জেলের ভিতর বেশ কিছু বন্দি বিশেষ সুবিধা পায়৷ যেমন অনেকেই মোবাইল ব্যবহার করেন জেলের ভেতর৷
এরই পরিপ্রেক্ষীতে আদিত্যনাথ নির্দেশ দেন, ‘জেলের ভিতর জ্যামার লাগাতে হবে৷ দেখতে হবে যেন কোনও বন্দি মোবাইল না ব্যবহার করতে পারেন৷ এমনকী, জেলের বিছানা, জেলের খাবার সবার জন্যই একই রকম হতে হবে৷’
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস