শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭, ০৬:২৮:২৫

ভারতে প্রচণ্ড দাবদাহে ৩৭ জনের মৃত্যু

ভারতে প্রচণ্ড দাবদাহে ৩৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এখন প্রচণ্ড দাবদাহ বিরাজ করছে। দেশটির অনেক অঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রিতে পৌঁছেছে। বুধবার মহারাষ্ট্রের চন্দ্রপুরে সর্বোচ্চ ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া বিভাগের কর্মকর্তারা এ কথা জানান। ভারতের সরকারি সম্প্রচার কেন্দ্র অল ইন্ডিয়া রেডিও (এআইআর) জানায়, এ মাসের শুরু থেকে দাবদাহের কারণে দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভারতের আবহাওয়া বিভাগের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বুধবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় ও দিল্লির অনেক স্থানে প্রচণ্ড দাবদাহ চলছে। বিদর্ভ নগরীর কয়েকটি স্থানে এবং ঝাড়খণ্ড, মধ্য প্রদেশ, মধ্য মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের অনেক স্থানে দাবদাহের অবস্থা রেকর্ড করা হয়। এ দিন রাজধানী দিল্লিতে তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তেলেঙ্গানা রাজ্যে প্রচণ্ড দাবদাহ বিরাজ করায় স্থানীয় সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগাম গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। তারা দাবদাহ এড়াতে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লোকজনকে পারতপক্ষে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। সূত্র : এএফপি।
২১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে