রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত ৯
আন্তর্জাতি ডেস্ক : চীনের একটি রাসায়নিক কারখানায় কেমিক্যালের বিস্ফোরণ ঘটায় মৃত্যু হয়েছে ৯ জনের। এই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে আরো ২ জন। এঁদের মধ্যে আবার একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব চিনের পিঙ্গি প্রদেশের সানডংয়ে।
পুলিশ সূত্রে খবর, সানডংয়ের তিয়ানবাও কেমিক্যাল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড নামক রাসায়নিক কারখানাটিতে এদিন বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে মৃত ও আহত সকলেই এই কারখানার তখন কাজ করছিলেন। সকলেরই বয়স ২৬ বছর থেকে ৪১ বছরের মধ্যে। মৃত ৯ জনের মধ্যে ২৬ বছর বয়সী এক মহিলাও রয়েছেন।
ঘটনাটি ঘটারপর সেখানে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধার কর্মীরা। উদ্ধার কাজ শেষে মৃতদেহগুলি সনাক্তকরণের কাজ চলছে। তবে এই বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার তদন্তের কাজ শুরু হয়েছে। তবে চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার এরকম বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে।
২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�