শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ১১:৩৪:১৬

তালেবান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০

 তালেবান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সামরিক ঘাটিতে হামলা চালানো তালেবান যোদ্ধারা ছিল সামরিক পোশাক পরা। এতে সর্বশেষ ৭০ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাজার ই শরিফের সেনা ঘাটিতে শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের একজন শীর্ষ নেতাকে হত্যার কথা জানিয়েছে পেন্টাগন।

আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সৈনিকরা যখন শুক্রবারের নামাজের জন্য সেনা ঘাটির বাইরে বের হচ্ছিল, তখন সেনা সদস্যদের মতোই পোশাক পরে সন্ত্রাসীরা হামলা চালায়। তাদের আরেকটি দল হামলা করে ক্যান্টিনে থাকা সেনাদের উপর।

মাজার ই শরিফের বাইরে ওই সেনা ঘাটিতে দিনের শেষভাগেও হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ চলছিল এবং কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

তালেবান জানিয়েছে, তাদের হামলাকারীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে প্রথমেই ঘাটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে।  

এ ঘটনায় কমপক্ষে দশজন তালেবান জঙ্গি নিহত হয়েছে।=বিবিসি
২২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে