শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ১২:২৩:০৮

মার্কিন নৌবহরে যোগ দিল জাপানের যুদ্ধজাহাজ

মার্কিন নৌবহরে যোগ দিল জাপানের যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: উত্তপ্ত উত্তর কোরিয়ার উপদ্বীপে মার্কিন নৌবহর ‘ইউএসএস কার্ল ভিনসন’ এর সঙ্গে যোগ দিয়েছে জাপানের দুটি যুদ্ধজাহাজ। উত্তর কোরিয়াকে ভয় দেখাতেই এ আয়োজন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে রাশিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাপানের ‘আশিগারা’ ও ‘সামিদের’ নামে দুই ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ গত শুক্রবার তাদের সাসেবো ঘাঁটি থেকে উত্তর কোরিয়ার উপকূলে মার্কিন নৌবহরের সঙ্গে যোগ দিতে রওনা হয়েছে। তবে, যুক্তরাষ্ট্র ও জাপানের নৌমহড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাও যায়নি। তবে গত সপ্তাহে জাপানের নৌবাহিনী এ মহড়ার ঘোষণা দিয়েছে।

এদিকে রয়টার্সের বলছে, এ মহড়ায় হেলিকপ্টার ল্যান্ডিং ও যোগাযোগ রক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরে তিনটি যুদ্ধজাহাজ রয়েছে যার প্রতিটিতেই ক্ষেপণাস্ত্র রয়েছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া পর পর কয়েকটি পরমাণু পরীক্ষার পর মার্কিন নৌবহর কোরিয়ার উপকূলে রওনা দেয়। এ ব্যাপারে দেশটির নৌবাহিনী জানায়, তারা আসলে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে সামরিক মহড়ায় অংশ নেবে। কিন্তু অন্যান্য মার্কিন সংবাদমাধ্যম থেকে জানা যায়, তারা আসলে ইন্দোনেশিয়ার উপকূলে মহড়ায় অংশ নিতে যাচ্ছে।
২২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে