শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ০৪:৪৯:৪০

পাকিস্তানকে ১৬ টুকরো করা হবে : সুব্রমনিয়াম

পাকিস্তানকে ১৬ টুকরো করা হবে : সুব্রমনিয়াম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় গুপ্তচর সন্দেহে ইসলামাবাদে আটক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে পাকিস্তানকে ১৬ টুকরো করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির প্রবীন নেতা ও রাজ্যসভার সাংসদ শ্রী সুব্রমনিয়াম স্বামী।

শুক্রবার দিল্লির কন্সটিটিউশনাল ক্লাবে সাবেক বিজেপি নেতা ও আরএসএস প্রচারক গোবিন্দাচার্যের পক্ষ থেকে ভারত গৌরব প্রচারাভিযান চালানোর সময় সুব্রমনিয়াম স্বামী বলেন, ‘বর্তমানে পাকিস্তান দুই টুকরো হয়েছে। যদি তারা কুলভূষণকে হত্যা করে তাহলে তাদের চার টুকরো করে দেয়া হবে। তাতেও যদি তারা অসাধু কাজকর্ম থেকে বিরত না হয় তাহলে তাদের ১৬ টুকরো করা হবে।’

রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাম মন্দির তৈরি করার জন্য স্রেফ সুপ্রিম কোর্টের রায় আসা বাকি। আমরা চলতি বছরের শেষের মধ্যে যেকোনো মূল্যে রাম মন্দির তৈরি করব। রাম মন্দির নির্মাণে এবার কেউ বাধা দিতে পারবে না।’
২২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে