শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ১১:৪২:৪৯

‘মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, ভবিষ্যতেও দেবে না’

‘মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, ভবিষ্যতেও দেবে না’

আন্তর্জাতিক ডেস্ক : প্রাপ্য মর্যাদা দেওয়া হলেও মুসলিমরা ভোট দেয় না। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন নিখিল ভারত মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি।

তার প্রশ্ন, মুসলিমদের মর্যাদা দেওয়ার কথা বলার উনি কে ? সঙ্গে ওয়েইসি বলেন, সংবিধান মুসলিমদের মর্যাদা ও অধিকার দিয়েছে। সংবিধান সবার ঊর্ধ্বে।

দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, “আমাদের ১৩ জন মুখ্যমন্ত্রী আছেন। দেশ শাসন করছি আমরা। কখনও আমরা কোনও সংস্থায় কর্মরত মুসলিমকে বরখাস্ত করেছি ? কারও উপর অত্যাচার করেছি ? আমরা মুসলিম ভোট পাই না। কিন্তু, আমরা ওদের মর্যাদা দিয়েছি কি না বলুন ?”

এপ্রসঙ্গে, জলপাইগুড়ির আনোয়ার উল হকের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বলেন, “উনি সামান্য চা শ্রমিক। ওর মা চিকিৎসা না পেয়ে মারা গিয়েছিলেন। এখন সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য আনোয়ার মোটরবাইক অ্যাম্বুল্যান্স তৈরি করেছেন। প্রায় ২০০০ জীবন বাঁচিয়েছেন। আমাদের সরকার তাঁর হাতে পদ্মশ্রী তুলে দিয়েছে।”

মর্যাদা নিয়ে প্রশ্ন তোলায় তা মেনে নিতে পারেননি আসাদউদ্দিন ওয়েইসি। ওয়েইসির জবাব, “মন্ত্রী আমাদের পাশে দাঁড়াচ্ছেন না হুমকি দিচ্ছেন, সেটাই বোঝা দায়। আমরা বিজেপিকে ভোট দিই না। ভবিষ্যতেও দেব না। কিন্তু, আপনি তো সংবিধান মেনে শপথগ্রহণ করেছেন। সাম্য ও ন্যায়বিচারের ব্যবস্থা করা আপনার কর্তব্য। মনে রাখবেন, সংবিধান আমাদের মর্যাদা দিয়েছে। সংবিধান সবার উপর থাকবে।”

নিজের মন্তব্যের ব্যাখ্যা অবশ্য টুইটে দিয়েছেন রবিশঙ্কর প্রসাদ। তিনি লেখেন, নরেন্দ্র মোদি সরকারের লক্ষ্য, সব কা সাথ সব কা বিকাশ। ভোটব্যাঙ্কের কথা না ভেবে সবার উন্নয়নই তাদের সরকারের লক্ষ্য।

২২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে